ভক্তকে চড় মারলো গোবিন্দ, ক্ষমা চাওয়ার নির্দেশ হাইকোর্টের

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। তার অধিকাংশ ছবি রয়েছে হিটের তালিকায়। তার ভক্ত সংখ্যা কম নয়। এমন একজন অভিনেতা যদি তার ভক্তকে চড় মারেন তাহলে বিষয়টা একটু দুঃখজনক বটে। তবে এমনি ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে সাত বছর আগে ২০০৮ সালে। তখন গোবিন্দ ‘মানি হ্যায় তো হানি হ্যায়’ ছবির গানের দৃশ্যের শুটিং করছিলেন। শুটিং সেটে সন্তোষ রাজ নামে এক ব্যক্তিকে চড় মারেন এই অভিনেতা। আত্মপক্ষ সমর্থন করে তিনি জানান, সেই ব্যক্তি সেটে মহিলা ড্যান্সারদের কাছাকাছি চলে আসছিলেন বারবার৷ বারণ করা সত্ত্বেও শোনেন নি৷ তাই তিনি চড় মারেন৷

কিন্তু আদালত বলছেন অন্য কথা। আদালতের মতে, এত বড় একজন অভিনেতার এমন কাজে জড়ানো মোটেও উচিত হয় নি। তাই সাত বছর পার হয়ে গেছে তারপরও সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে সেই ভক্তের কাছে ক্ষমা চাওয়ার জন্য।

বিচারক টি এস ঠাকুরের বেঞ্চ পুরো ঘটনাটির ভিডিও খতিয়ে দেখেন৷ অভিনেতাকে সতর্ক করে দিয়ে জানানো হয়, রিল লাইফে তিনি যা করেন, রিয়েল লাইফে তা করার কোনও প্রয়োজন নেই৷



মন্তব্য চালু নেই