বয়ফ্রেন্ড নিয়ে প্রিন্স মুসার জন্মদিনে মিমো
আলোচিত ধনকুবের মুসা বিন শমসেরের জন্মদিনের অনুষ্ঠানে নেচে আলোচনা তৈরি করেছেন ‘সুপার হিরোইন’খ্যাত তারকা লামিয়া মিমো। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রিন্স মুসার বাসভবন ‘মুসা প্যালেস’-এ এ অনুষ্ঠান হয়।
এতে নাচের পাশাপাশি কেক কাটার মুহূর্তটি সঞ্চালনা করেন মিমো। এই টিভি অভিনেত্রী বলেন, ‘এটি আমার জীবনের অন্যরকম অভিজ্ঞতা। মুসা স্যারের মতো এতবড় মানুষের জন্মদিনে আমন্ত্রণ পেয়ে পারফর্ম করেছি। সঙ্গে আমার প্রিন্সও ছিল। সব মিলিয়ে দারুণ কেটেছে মুহূর্তটা।’
মুসা বিন শমসের মূলত জনশক্তি রফতানি ব্যবসার সঙ্গে জড়িত। সত্তর ও আশির দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। চলতি বছর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হন তিনি। ওই সময় তার সম্পদ, বেশভূষা ও চালচলন নতুন করে সংবাদের শিরোনাম হয়।
মন্তব্য চালু নেই