বড় দল, ওরে বাবা
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘বড় দল, ওরে বাবা। তাদের টাকা আছে ক্ষমতা আছে, আছে সীমাহীন লোভ আর অহঙ্কার। তারা অহঙ্কার করে বলে তারা বড় দল। আসলে তারা মানসিক ভাবে অসুস্থ।’
শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য ঢাকা মহানগগেরর উদ্যোগে আয়োজিত এক সমাবেশ তিনি এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, ‘মসজিদ, মন্দিরে এই সরকারের জন্য দোয়া করুন। তাদের মানসিক সুস্থতা কামনা করুন। তারা যে অহঙ্কার করে বড় দল, সেই দলে ছিলাম। লোভ-লালসা নেই বলে দল ছেড়ে বেরিয়ে এসেছি।’
গণতন্ত্র রক্ষার জন্য আমি রাজপথে মিছিল করবো উল্লেখ করে জনগণের প্রতি আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, ‘আপনারাও মিছিলে আসুন। এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। ১৯৯০ এ আমার স্বৈরাচারকে বিতাড়িত করেছিলাম। নূর হোসেন পথে জীবন দিয়েছে, বিজয় এসেছে। আমাদের নূর হোসেনের দেখিয়ে দেয়া পথে আন্দোলনে নামতে হবে।’
এসময় আগামী ২৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ‘৬ মাসেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ করতে পারেনি। অথচ অন্যান্য দেশে ৬ মাসেই এর চেয়ে বড় কাজ হয়। একজন ফাটাকেষ্ট আছেন তিনি প্রতিদিন দেখানোর জন্য শুধু দৌড়ঝাঁপ দিচ্ছেন।’
অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিকল্প ধারা সাধারণ সম্পাদক মেজর (অব.) এম এ মান্নান, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
মন্তব্য চালু নেই