বড় অসহায় হয়ে পড়লাম, বড়ই অসহায়

গতকাল রাতে কেন জানি অনেক খুশি মনেই অফিস থেকে বাসায় ফিরে এলাম। কিন্তু বাসায় ফেরার পর মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক বন্ধুদের খোজ খবর নিতে যাবো এমন সময় দেখি মোবাইল নামের ভিলেনটা আর আমার কথা মতো কাজ করছে না! তাই অনেকটা রাগ, দুঃখ আর ক্ষোভে উগরে দিলাম তার ওপর। না, মোবাইল ব্যবহার বন্ধ বা তাকে ভেঙে ফেলা নয়। একেবারে ফরমেট মেরে অনেকটা শান্তি অনুভব করলাম মনে মনে।

কিন্তু এই শান্তির বিপরীতে যে কিছু দুঃখ লুকিয়ে রয়েছে তা আগে বুঝতে পারি নি। এখন দেখি মোবাইল নামের সেই খাঁচাটাই আছে, ভেতরে মাল মসলা কিছুই নেই! মানে নম্বর থেকে শুরু করে মেমোরি কার্ড সবই গেছে। ১৬ জিবির মেমোরি অনেক কিছুই ছিল। অন্য মোবাইলে লাগালাম তাও কাজ করছেনা। এমনকি কম্পিউটারেও না। এখন কি করবো বুঝতে পারছি না। আমার কোনো ডকমোন্ট এখন আর আবশিষ্ট নেই। আজ মনে হচ্ছে আমি বড়ই একা, আবার মনে হচ্ছে নব জন্ম হল বুঝি এই জন্ত্রটার। কিন্তু আমি যে বড় অসহায় হয়ে পড়লাম, বড়ই অসহায়।

লেখক: জহিরুল ইসলাম



মন্তব্য চালু নেই