বড়দিনে তিশা

একজন লেখিকা বেশে এবার পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার চরিত্রের নাম এনজেলা। গল্প লেখার জন্যই মূলত শহর থেকে দূরে এক বন্ধুর অনাথ আশ্রমে গিয়ে ওঠেন। মূল গল্প শুরু হয় সেখানে। অনাথ আশ্রমে শিশুদের দারুন ভাবে টানে এনজেলাকে। তবে পুরো গল্পের শেষ দেখতে হলে দেখতে হবে বড়দিনে এনটিভির পর্দায়।

বড়দিনের এই বিশেষ টেলিফিল্মটির নাম ‘উপহার’। এর চিত্রনাট্য লিখেছেন আপেল মাহমুদ। পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। তিনি প্রিয়.কমকে বলেন, ‘মানবিক ঘটনা নিয়ে সাজানো হয়েছে নাটকটি। তবে একটু কষ্ট করতে হয়েছে কারন বান্দরবনে যেখানে দৃশ্যধারণ করা হয়েছে সেটি পাহাড়ের প্রায় সাড়ে তিনশ ফিট উপরে। সবাই অনেক কষ্ট করেছে। আশা করি দর্শকের ভাল লাগবে টেলিফিল্মটি।’

তিশার পাশাপাশি টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন নাবিলা, সাব্বির আহসেমদ, শিশু শিল্পী সাব্বির, রাতুল, রোহান প্রমুখ।



মন্তব্য চালু নেই