‘ব্ল্যাক’ ছবির কলকাতার প্রযোজকের বিরুদ্ধে বাংলাদেশি প্রযোজকের মামলা
যৌথ-প্রযোজনার ব্যাপারে বাংলাদেশি প্রযোজকদের তোয়াক্কা করছে না কলকাতার প্রযোজকরা।এবার মামলা করেও পার পেলেন না বাংলাদেশি প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
জানা যায়, দুই বাংলার যৌথ-প্রযোজনায় নির্মিত হয়েছে সোহম ও মিম অভিনীত চলচ্চিত্র ‘ব্ল্যাক’। কলকাতার প্রযোজক ছিলেন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার রানা সরকার। আর বাংলাদেশে ছিলেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। চুক্তি ছিলো একই দিনে দুিই দেশে মুক্তি পাবে ব্ল্যাক। কিন্তু না চুক্তি ভঙ্গ করলো কলকাতার দাগ ক্রিয়েটিভ মিডিয়া। তারা ২৭ নভেম্বর কলকাতায় ছবিটি রিলিজ দেয়। বাংলাদেশের প্রযোজক সেন্সর ছাড়পত্র না পাওয়ায় কলকাতার প্রযোজককে অসংখ্যবার অনুরোধ করেন ছবি মুক্তি পিছিয়ে দিতে। কিন্তু মানেনি কলকাতার প্রযোজক রানা সরকার। শেষে লিপু কলকাতার হাইকোর্টে ছবিটির প্রদর্শনী স্থগিত করার জন্য মামলা করেন। কিন্তু ছবিটি শতাধিক সিনেমা হলে মুক্তি পাওয়ায় কলকাতার হাইকোর্ট আরজি আমলে নেন নি। তবে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ দাগ ক্রিয়েটিভ মিডিয়াকে নির্দেশ দিয়েছেন তাদের টিকেট বিক্রির টাকা ব্যাংকে রাখার জন্য। চুক্তিতে শর্ত ভঙ্গের ফলে কোনো প্রযোজক ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে। পরবর্তী শুনানির শেষে বিচারক এ–সংক্রান্ত রায় দেবেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই