ব্র্যাড পিটের ডিএনএ টেস্টের দাবি জোলির
তিনি যে অন্য কারও সন্তানের জন্মদাতা নন, হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে ডিএনএ টেস্টের মাধ্যমে তার প্রমাণের দাবি জানিয়েছেন খোদ তার স্ত্রী অ্যা়ঞ্জেলিনা জোলি! কারণ জোলি নিশ্চিত হতে চান গায়িকা মেলিসা এথারিজের সন্তানদের পিতা ব্র্যাড নন।
কয়েক মাস ধরেই ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ডিভোর্সের জল্পনা শোনা যাচ্ছে। বিভিন্ন কারণে নাকি তাদের বনিবনা হচ্ছে না। কিন্তু এবার বিষয়টি আরও খারাপ দিকে যাচ্ছে বলেই মনে করছেন তাঁদের বন্ধুরা।
সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি টক শোতে রকশিল্পী এবং সমাজকর্মী মেলিসা এথারিজ জানিয়েছিলেন, তিনি সন্তান চেয়েছিলেন। সে কারণে ব্র্যাডকে স্পার্ম ডোনেট করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আদৌ ব্র্যাড তা করেছিলেন কী না তা জানা যায়নি।
চার সন্তানের মা মেলিসার বক্তব্য শুনে ব্র্যাডকে সন্দেহ করছেন নায়িকা। সে কারণেই এই ডিএনএ টেস্টের প্রমাণের দাবি জানিয়েছেন জোলি। এমনও শোনা যাচ্ছে, ব্র্যাড টেস্ট করাতে রাজি না হলে মেলিসার সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবেন অ্যাঞ্জোলিনা!
মন্তব্য চালু নেই