‘ব্র্যাডম্যানকে ছুঁতে পেরে আমি খুশি’
স্যার ডন ব্র্যাডমান ক্যারিয়ারে ২৯টি সেঞ্চুরি করেছিলেন। ইউনুস খানও বুধবার ২৯টি সেঞ্চুরি করেন। ২৯টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ২৯টি হাফ সেঞ্চুরি। অবশ্য স্যার ডন ব্র্যাডমান মাত্র ৫২টি টেস্ট ম্যাচ খেলে ২৯টি সেঞ্চুরি করেছিলেন। হাফ সেঞ্চুরি করেছিলেন ১৩টি। আর ইউনুস খান ৯৮ টেস্ট খেলে ২৯ টি সেঞ্চুরি করেছেন। ব্র্যাডম্যানকে ছুঁতে পেরে বেশ খুশি ইউনিস খান।
তিনি বলেন, ‘স্যার ডন ব্র্যাডম্যানের পাশে থাকতে পারাটা সব সময়ই ভালো লাগার বিষয়। এতে আমি খুশি। এ ছাড়া ভালো লাগছে এই ভেবে যে এখনো খেলতে পারছি এবং সেঞ্চুরি করতে পারছি। আমি যদি আবার পেছনে ফিরে যেতে পারতাম এবং আবার আমার ক্যারিয়ার শুরু করতে পারতাম, তাহলে ডন ব্র্যাডম্যানের গড়ে রান করতে চাইতাম। আর সেটা করতে পারাটা হত আমার জন্য সবচেয়ে বড় সন্তুষ্টির ব্যাপার।’
মন্তব্য চালু নেই