ব্র্যাডকে সন্দেহ, ডিএনএ টেস্টের দাবি অ্যাঞ্জেলিনার
তিনি যে অন্য কারও সন্তানের জন্মদাতা নন, ডিএনএ টেস্টের মাধ্যমে এই প্রমাণ দিতে হবে ব্র্যাড পিটকে। আর দাবি করলেন খোদ অ্যাঞ্জেলিনা জোলি! নায়িকার এই দাবিতে হতবাক ব্র্যাড নিজেও। ঘটনাটি ঠিক কী? কয়েক মাস ধরেই ব্র্যাঞ্জোলিনার ডিভোর্সের জল্পনা শোনা যাচ্ছে। বিভিন্ন কারণে নাকি এই সেলেব দম্পতির বনিবনা হচ্ছে না। কিন্তু এবার বিষয়টি আরও খারাপ দিকে যাচ্ছে বলেই মনে করছেন তাঁদের বন্ধুরা।–কালেরকণ্ঠ।
সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি টক শো-তে রকশিল্পী এবং সমাজকর্মী মেলিসা এথরিজ জানিয়েছিলেন, তিনি সন্তান চেয়েছিলেন। সে কারণে ব্র্যাডকে স্পার্ম ডোনেট করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আদৌ ব্র্যাড তা করেছিলেন কী না তা জানা যায়নি।
চার সন্তানের মা মেলিসা সাম্প্রতিক বক্তব্য শুনে ব্র্যাডকে সন্দেহ করছেন নায়িকা। সে কারণেই এই ডিএনএ টেস্টের দাবি করেছেন বলে জানা গিয়েছে। এমনও শোনা যাচ্ছে, ব্র্যাড টেস্ট করাতে রাজি না হলে মেলিসার সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবেন অ্যাঞ্জেলিনা!
মন্তব্য চালু নেই