ব্রেক নিতে ব্যাংককে পিয়া

বৃহস্পতিবার রাতের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। মূলত পরীক্ষা ও শুটিংয়ের চাপ শেষ করে বিরতি নেয়ার জন্যেই তিনি ব্যাংকক গিয়েছেন।

ব্যাংককের যাওয়ার আগে বাংলামেইলের সঙ্গে আলাপকালে পিয়া বলেন, ‘২১ অক্টোবর থেকে আমার ট্রাস্ট অব ল’ পরীক্ষা শুরু হয়। ফলে এই কটা দিন পড়াশোনা নিয়ে ভীষণ চাপের মধ্যে ছিলাম। তাই পরীক্ষা শেষে একটু ব্রেক নিতেই ব্যাংকক যাচ্ছি। থাকব টানা এক সপ্তাহ। এ সময় ব্যাংককের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো ও শপিং করব।’

উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী পিয়া বিভিন্ন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন। তারপর রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রবেশ করেন। সম্প্রতি ‘স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টারস রিটার্ন’ ও ‘প্রবাসিনীর প্রেম’ নামে তিনটি ছবির শুটিং শেষ করেছেন। সবগুলো ছবিই মুক্তির অপেক্ষায় রয়েছে। পিয়া সর্বশেষ আলভি আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও শুটিং শুরুর আগ মুহুর্তে ছবিটি থেকে সরে দাঁড়ান।



মন্তব্য চালু নেই