ব্রিটেনে দর্শকদের মুগ্ধ করলেন রুনা লায়লা

ব্রিটেনের বার্মিংহামে ৩১ রাতে সঙ্গীত পরিবেশন করেন উপ মহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। সেদিন বার্মিংহামের পেরী বারের রয়েল স্যুট কানায় কানায় ভর্তি ছিল দর্শকরা। রাত ১১টা ৫৫ মিনিটে মঞ্চে আসেন রুনা লায়লা। তুমুল করতালির মাধ্যমে তাদের প্রিয় শিল্পীকে অভিনন্দন জানান তারা। রুনা লায়লা একে একে ১৫টি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন সারা রাত।

মঞ্চে এসে প্রথমে রুনা লায়লা, প্রতিদিন তোমায় দেখে, ও আমার দেশ ও আমার বাংলাদেশ গানটি গান। এরপর একে একে গেয়ে শোনান স্টেশনের রেল গাড়িটা কখন বাজে ১২টা, স্বাধের লাউ বানাইলো, আবকে দিল কি, (হিন্দী), ও বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, এই বৃষ্টি বেজা রাতে চলে যেও না, পান খাইয়া ঠোঁট লাল করিও না, প্রেয়ার দে প্রেয়ার দে, শিল্পী আমি শিল্পী তোমাদের গান শোনাবো, ইত্যাদি গান গেয়ে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা দর্শকদের মুগ্ধ করলেন রুনা লায়লা।



মন্তব্য চালু নেই