ব্রিটিশ কাউন্সিলে ‘শেক্সপিয়র সপ্তক’
উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের সহযোগীতায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘শেক্সপিয়র সপ্তক’। আগামী ২৩ ও ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এটি মঞ্চস্থ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
উইলিয়াম শেক্সপিয়রের সাতটি নাটক থেকে নির্বাচিত স্বগতোক্তি ও দ্বি-চরিত্রের দৃশ্য নিয়েই মূলত ‘শেক্সপিয়র সপ্তক’। নাটকগুলো হলো ‘ম্যাকবেথ’, ‘হ্যামলেট’, ‘ওথেলো’, ‘রোমিও এণ্ড জুলিয়েট’, ‘এ মাইন্ড সামার নাইট ড্রিম’, ‘ট্যামিং অব দ্য শ্রে’ এবং ‘এজ ইউ লাইক ইট’। এটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ নাটকটি প্রযোজনা করেছে।
মন্তব্য চালু নেই