ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১০
ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে একটি দূরপাল্লার বাস নদীতে পড়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অারো ৩০ জন।
মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন এএসপি মনিরুজ্জামান ফকির।
মন্তব্য চালু নেই