ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১, নিখোঁজ ১০
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বৈরাতির ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৫০ ফুট নিচে যাত্রীবাহী বাস যমুনেশ্বরী নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১০ যাত্রী।
রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাবলু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রংপুরের তারাগঞ্জ উপজেলার বৈরাতি ব্রিজ অতিক্রম হবার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রেলিং ভেঙে প্রায় ৫০ ফুট নিচে যমুনেশ্বরী নদীতে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি টিম যাত্রীদের উদ্ধার করার জন্য চেষ্টা করে। ৩৫ জনযাত্রীকে তারা আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ১০ যাত্রী নিখোঁজ রয়েছে। তারা নদীতে ডুবে যাওয়া বাসের মধ্যে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, নদীতে তলিয়ে যাওয়া বাসটিকে র্যাকার দিয়ে উদ্ধার করার চেষ্টা চলছে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক মোজাম্মল হক জানান, তাদের ৪টি ইউনিট কাজ করছে। ডুবুরিদল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এদিকে, এ ঘটনার পর রাত ৮টা থেকে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও ও ঢাকা রুটে সব যান চলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য চালু নেই