ব্রা নিয়ে এ কেমন বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী? মিডিয়ায় তোলপাড়…
প্রশ্ন ছিল ‘‘উড়তা পঞ্জাব’’ সংক্রান্ত বিতর্ক নিয়ে। জানতে চাওয়া হয়েছিল কঙ্গনা রানাউতের প্রতিক্রিয়া। আর তাতেই বিস্ফোরণ ঘটালেন অভিনেত্রী। কী বললেন, পড়ুন।
দিল্লিতে একটি অ্যাওয়ার্ড ফাংশনে কঙ্গনা রানাউতকে ‘‘উড়তা পঞ্জাব’’ নিয়ে প্রশ্ন করেছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। জবাবে কোনও রাখঢাক না-করেই সেন্সরশিপ নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন কঙ্গনা।
‘‘উড়তা পঞ্জাব’’-এর পক্ষে মন্তব্য করে কঙ্গনা বলেন, ‘‘এই ছবিটি নিয়ে যা চলছে, তাতে আমার কুইন ছবির একটি দৃশ্যের কথা মনে পড়ছে। সেই দৃশ্যে আমার ব্রা বিছানায় পড়েছিল…একদিন পরিচালক আমাকে ডেকে বললেন, সেন্সর থেকে ব্রা ব্লার (ঝাপসা) করতে বলা হয়েছে।
অথচ, ওই দৃশ্যটি নিয়ে আমরা বিস্তর খেটেছিলাম। লাজপথ নগর থেকে সেই ব্রা নিয়ে যাওয়া হয়েছিল। সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত অবাক হয়ে গিয়েছিলাম। ব্রা-কে কেন বিপদ হিসেবে দেখা হয়? একজন মহিলার ব্রা তো সমাজের পক্ষে বিপজ্জনক নয়!’’
মন্তব্য চালু নেই