ব্রা-তে আটকাল গুলি, প্রাণ বাঁচল মহিলার
বুলেট গায়ে লেগেও বেঁচে গেলেন এক মহিলা। সৌজন্যে অন্তর্বাস-ব্রা। বুলেটপ্রুফ জ্যাকেটের মতোই ব্রাজিলের এক মহিলার ত্রাতা হয়ে উঠল ব্রা। ডেলি মেল-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েকদিন আগে কেনাকাটার জন্য উত্তর আমাজনের এক শপিং মলে গিয়েছিলেন ওই মহিলা। কেনাকাটার সময়ই ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। শপিংমলে সেই সময় ঢুকে পড়ে ডাকাত দল। দুষ্কৃতিরা গুলি চালাতে শুরু করে। একটি বুলেট লাগে ওই মহিলার দেহে। প্রথমে তো তিনি ভেবেই নিয়েছিলেন যে, বেঁচে ফেরার রাস্তা আর নেই। কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন, গুলি লেগেও তাঁর কিছুই হয়নি। কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, তাঁর অন্তর্বাসের নিচে জ্বালা অনুভব করেন।এরপরই তিনি দেখলেন একটি বুলেট অন্তর্বাসে আটকে রয়েছে। আসলে ওই মহিলার ব্রায়ের ধাতব অংশে গুলি লেগে তা আটকে যায়। ফলে জীবন ফিরে পান তিনি
মন্তব্য চালু নেই