ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আমাদেরকে দেখতে না হয়। আমাদেরকে আবার যেন বিচার চাইতে রাস্তায় নামতে না হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা এমন একজন মন্ত্রীর মুখ থেকে ‘মালাউনের বাচ্চা’ শব্দ কখনো শোভা পায় না। এ ইস্যুতে আইন-শৃঙ্খলা বাহিনী ও মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, সদস্য লিটন দাস, বাংলা বিভাগের শিক্ষার্থী মৃন্ময় কুমার প্রমুখ।
মন্তব্য চালু নেই