ব্রাহ্মণবাড়িয়ায় জোড়ামাথা কন্যা শিশু জন্ম

ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে জোড়ামাথা নিয়ে একটি কন্যা শিশু জন্ম গ্রহণ করেছে।

বুধবার সন্ধ্যায় শহরের স্ট্যান্ডার্ড ক্লিনিকে শিশুটি ভূমিষ্ঠ হয়।

স্বজনরা জানায়, বিকেলে প্রসবজনিত ব্যথা নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমহনী এলাকার গৃহবধূ ফেরদৌসি বেগম ভর্তি হন ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক হালিমা নাজনীন মিলির তত্ত্বাবধানে প্রসূতির অস্ত্রোপচার করা হয়। পরে জোড়ামাথা নিয়ে একটি কন্যা শিশু ভূমিষ্ঠ হয়।

মা ও সন্তান সুস্থ রয়েছে উল্লেখ করে ঘটনাটি বিরল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জোড়ামাথা নিয়ে কন্যা সন্তান জন্ম নেয়ায় সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করেছে শিশুটির দরিদ্র পিতা জামাল।

এ ঘটনাকে বিরল বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুনিয়র কনসালটেন্ট হালিমা নাজনীন মিলি।

উল্লেখ্য, জামাল-ফেরদৌসি দম্পতির ৫ ও ৭ বছর বয়সী আরো ২টি কন্যা সন্তান রয়েছে।

সূত্র: সময় টিভি



মন্তব্য চালু নেই