ব্রাজিলে হোয়াটসঅ্যাপ বন্ধ
ব্রাজিলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। দেশটির আদালত টেলিকম অপারেটরদের সামাজিক যোগাযোগের এই অ্যাপটি বন্ধ করে দেয়ার নিদের্শ দিয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও নিবার্হী মার্ক জুকারবার্গ। তিনি তিন ঘণ্টা আগে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেন।
জুকারবার্গ তাদের স্ট্যাটাসে লিখেছেন, ‘১০ কোটি মানুষের দেশ ব্রাজিলে বন্ধ করে দেয়া হলো হোয়াটসঅ্যাপ। আমরা এই অ্যাপটি সেদেশে চালু করার জন্য কাজ করে যাচ্ছি।’ জুকারবার্গ এই ঘটনাকে ব্রাজিলবাসীদের জন্য দুঃখের বলেও মন্তব্য করেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম গুলো জানিয়েছে, ব্রাজিলের সাও পাওলোর এক আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয় ব্রাজিলে।
মন্তব্য চালু নেই