ব্রাজিলে ফিরেছে বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপের বাকি নেই বেশিদিন। ৩২ দলের লড়াইয়ের অপেক্ষায় আছে পুরো ফুটবল দুনিয়া। ১২ জুন সাও পাওলোতে শুরু হবে লড়াই। শেষ হবে ১৩ জুলাই মারাকানায় ফাইনালের মধ্য দিয়ে।
বিশ্বকাপ শুরু-শেষের আগেই একটা পর্ব শেষ হয়ে গেল। শেষ হয়েছে ২২১ দিনের বিশ্বকাপ ট্রফি ট্যুর। ৮৯টি দেশ ঘুরে অবশেষে সোমবার ব্রাজিলে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের সোনার ট্রফি। সর্বশেষ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছে এই ট্রফি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অব স্টেট জন কেরি। ১০ হাজার কোকা-কোলা গ্রাহক ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন। এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশও ঘুরে গেছে এই সোনার হরিণ।
বিশ্ব ঘুরে এবার ব্রাজিল ঘুরবে এই শিরোপা। আজ মঙ্গলবার থেকে আগামী ছয় সপ্তাহে ব্রাজিলের ২৭টি শহর ঘুরবে বিশ্বকাপের শিরোপা। এ ভ্রমণ শুরু হবে রিওডি জেনিরো থেকে। শেষ হবে উদ্বোধনী ম্যাচের আয়োজক শহর সাও পাওলোতে।
মন্তব্য চালু নেই