ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মেক্সিকো

ব্রাজিলের সাওপাওলোতে আগামী ৭ জুন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকো। আসন্ন কোপা আমেরিকার জন্য প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলতে যাচ্ছে সেলেকাওরা।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন্যান্সিউ ক্যাস্তরো বলেন, ‘আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতির জন্য আমরা রোমাঞ্চকর প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছি।’

স্কলারির বিশ্বকাপের ব্যর্থতার পর নিজ থেকেই অবসর নিয়েছিলেন তিনি। স্কলারি অবসরের পর ফের জাতীয় দলের কোচ হিসেবে দায়ীত্ব নেন দুঙ্গা। নেইমারকে দলপতি বানিয়ে দুঙ্গার দল বেশ রোমাঞ্চিত। এই পর্যন্ত সবকটি ফ্রেন্ডলি ম্যাচের জয়ের স্বাদ পায় সেলেকাওরা।আসন্ন মেক্সিকো ম্যাচ নিয়েও আশাবাদি তিনি।

ব্রাজিল বনাম মেক্সিকো

আলিয়াঞ্জ পার্ক, সাও পাওলো
রবিবার, ৭ জুন
ব্রাজিল সময়: ১৭ টা
বাংলাদেশ সময়: রাত দুইটা



মন্তব্য চালু নেই