ব্রাজিলের কোচ হচ্ছেন দুঙ্গাই

ব্রাজিলের নতুন কোচ হবার দৌঁড়ে এগিয়ে ছিলেন কার্লোস দুঙ্গা। আর মঙ্গলবার তার নামই ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন এটা প্রায় নিশ্চিত (সিবিএফ)।

ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে প্রকাশিত শেষ খবরে এমনটাই বলা হয়েছে। গত সাপ্তাহেই নতুন কোচ নিয়োগের কথা ছিল ব্রাজিল ফুটবল ফেডারেশনের। তবে গত সাপ্তাহে দলের ট্যাকনিকেল ডিরেক্টর হিসেবে সোবেক ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী গোলরক্ষক গিলমারের নাম ঘোঘণা করে থেমে তারা। আর করিন্থিয়ানসের কোচ টিটের দলের কোচ হওয়ার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। সেই সম্ভাবনার পুরোটাই এখন দুঙ্গার দিকে।

আর দুঙ্গা সহকারী কোচ হিসেবে সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার জার্গিনহোকে বেছে নেবেন এমন খবরও ইতিমধ্যে প্রচারিত হচ্ছে। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে হারের কারণে দুঙ্গাকে কোচের দায়ত্ব থেকে বরখাস্ত করা হয়। এবার ব্রাজিল দলের দায়িত্ব নিলে তিনি দ্বিতীয় বারের মত সেলেকাওদের কোচ হবেন।



মন্তব্য চালু নেই