ব্যালটের মাধ্যমে আর ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যালটের মাধ্যমে আর ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই।রাজপথে রক্ত না দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আর কোনো সরকার পরিবর্তন হবে না। আর এদেশে রাজপথে রক্ত না দিলেও ক্ষমতায় পরিবর্তন সম্ভব নয়। তাই জীবন দেয়ার প্রস্তুতি নিয়ে তরুণদের রাজপথে নামতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুটপাটের সাথে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘টাকা লুট হওয়ার পর সরকার গুজব ছড়িয়ে দিয়েছেন যে, এর সাথে হ্যাকাররা জড়িত। পরে যত দিন যাচ্ছে ততই তস্করদের মুখোশ উন্মোচন হচ্ছে। এর সাথে যদি সেন্ট্রাল ব্যাংকের নামের তালিকা দেখা হয় তাহলে প্রকৃত লুটপাটকারীদের নাম বের হয়ে আসবে। আমরা লুটপাটকারীদের জনসম্মুখে দেখতে চাই।’

জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে মেজর হাফিজ বলেন, ‘কোনো পাগলই বলবে না দেশে নির্বাচন কমিশন আছে। আর এই নির্বাচন কমিশনারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই