ব্যারিস্টার অসীমের উপর হামলা করেছে দুর্বৃত্তরা

বুধবার সন্ধ্যায় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এ হামলার জন্য ধানমন্ডি থানা ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের দায়ী করেছেন।

তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তিনি নিজ নির্বাচনী এলাকা ধানমন্ডির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। জিগাতলার ঋষিপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন শেষে বুধবার সন্ধ্যার দিকে তিনি রায়ের বাজার পূজামণ্ডপের দিকে যাওয়ার জন্য নিজের গাড়িতে উঠতে যান। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের গুণ্ডারা অতর্কিত হামলা চালায়। ওই গুণ্ডারা পুলিশের ব্যবহৃত লাঠি দিয়ে তার গাড়িসহ সেখানে উপস্থিত অন্যান্য গাড়ি ভাঙচুরসহ তার নেতাকর্মীদের উপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় যুবলীগের গুণ্ডারা এ হামলা চালায়। তারা পুলিশের ব্যবহৃত চারটি টেম্পুভ্যানে করে ওই এলাকায় আসে। হামলা হলেও তিনি সুস্থ আছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাসির উদ্দিন আহমেদ অসীম।



মন্তব্য চালু নেই