ব্যানানা স্মার্টফোন
কলার মত বাঁকানো স্মার্টফোন এনেছে এলজি। এলজির দ্বিতীয় প্রজন্মের ফোন এটি। ফোনটির মডেল এলজি জি ফ্লেক্স ২। স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ফোনটির বাইরের আবরণ প্লাস্টিকের। ফলে এটি অনেকটাই নমনীয়।
ফোনটির পেছনের ঢাকনাতে ‘সেলফ হিলিং কোটিং’ দেয়া আছে। ফলে, ছোট-খাটো আঁচর লাগলে তা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়।
এলজি জি ফ্লেক্স ২ তে অক্টা কোর কোয়ালকম স্নাপড্রাগন ৮১০ ৬৪ বিট প্রসেসর আছে। এটিতে ২ জিবি র্যাম, ১৬ জিবি মাইক্রো এসডি মেমেরি রয়েছে। ফোনটি পরিচালনার জন্য অ্যানড্রয়েড ৫.০.২ ললিপপ টাচ উইজ ব্যবহার করা হয়েছে।
ব্যানানা ফোনের পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি তোলার জন্য সামনে ২.১ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
ফোনটি এলটিই, ওয়াইফাই, এনএফসি, ব্লুটুথ ৪.১ এবং জিডিএস নেটওয়ার্ক সমর্থন করে। এটির ওজন ১৫২ গ্রাম।
এলজি জি ফ্লেক্স ২ এর দাম ঠিক করা হয়েছে ৫০০ পাউন্ড। বাংলাদেশী ঢাকায় এটির মূল্য ৫৭ হাজার ৭৭৭ টাকা।
মন্তব্য চালু নেই