ব্যাডায় মন্ত্রী হয়ছে কিছু কইতে ফারে না !
সেমিনারে বক্তব্য দেয়া প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু রসিকতা করে বলেন, ‘সকালে আমার বিশেষ সহকারী আমায় মনে করিয়ে দিলেন যে আজ বিকেলে কেমিক্যাল সংক্রান্ত একটি সেমিনার রয়েছে। সেখানে আমায় বক্তব্য রাখতে হবে। কিন্তু আমি তো এ বিষয়ে তেমন কিছুই জানি না। লোকে তো কইবো ব্যাডায় মন্ত্রী হয়ছে কিন্তু কিছু কইতে ফারে না।’
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাইঞ্জে কেমিক্যাল সংক্রান্ত বাংলাদেশ অকুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) এক সেমিনারে তিনি এমনই হাস্যরস করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তখন আমার বিশেষ সহকারীরে কইলাম, আগে যাই পরে সব দেখা যাইবো। প্রধান অতিথি তো বক্তব্য দেয় সবার শেষে। আগে যারা বক্তব্য দিবো, তাগোডা শুইনা তারপর আমি কমু।’
সরকারের রূপরেখা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মারামারি করি আর যাই পরি উন্নয়নের পথে কিন্তু আমরা আছি। দেশে এতো সংকট থাকা সত্ত্বেও কারখানাগুলোতে উৎপাদন বেড়েছে। এসবই এ সরকারের কারণে সম্ভব হয়েছে।’
মন্ত্রী নিজের জীবনের উদাহরণ তুলে ধরে বলেন, ‘আমাগো সময় তো কেমিক্যালের এমন ব্যবহার ছিল না কিন্তু দেখতাম মানুষ ৪০ থেকে ৫০ বছর বাঁচতো। অথচ বর্তমানে এতো কেমিক্যাল তারপরও মানুষ ৭০ থেকে ৮০ বছর বাঁচে।’
মন্তব্য চালু নেই