ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন শাহরিয়ার নাফিজ
শাহরিয়ার নাফিজ নিজের নতুন রুপ মেলে ধরলেন। জাতীয় দলের ক্রিকেটার বিশ্ব বিশ্বতারকা বোলারদের কাছে আতঙ্ক স্বরুপ ছিলেন শাহরিয়ার নাফিস।
কেননা শক্তিশালী নানা দেশের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত উইকেটে থেকেছেন তিনি। এমন রুপে কখনো জয় নিয়ে আবার কখনো মাথা নিচু করে মাঠ থেকে প্যাবিলিয়নে ফিরতে দেখা গেছে তাকে।
জাতীয় দলের বাইরে থাকা সেই নাফিজ জ্বলে উঠেছেন জাতীয় লিগে। বরিশালের হয়ে রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে ওপেনিং করতে নামেন নাফিজ।
জাতীয় দলের বাইরে থাকা নাফিজ ধৈর্য্যশীল ইনিংস খেলেন এ দিন। হাফ সেঞ্চুরি করে ৫৬ রান নিয়ে ব্যাট করছেন তিনি। এখানে ১০টি চারের মার রয়েছে তার।
২৮ ওভারে ১ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ৯১ রান। জাতীয় লিগে রাজশাহীর অধিনায়ক মুশফিক। অন্যদিকে বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফিস।
মন্তব্য চালু নেই