ব্যাটারিতে সেরা ৫ ফোন

স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে না—এ সমস্যা রীতিমতো সর্বজনীন। এর মধ্যেও কিছু ফোনে বেশি সময় চার্জ থাকে। ব্যাটারির দিক দিয়ে সেরা পাঁচ স্মার্টফোনের একটা তালিকা দিয়েছে প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল ‘সিনেট’।

সিনেটের পরীক্ষায় শীর্ষস্থানটি পেয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ পরিবার। এস ৭-এ চার্জ থাকে ১৬ ঘণ্টা, এস ৭ এজে ১৯ ঘণ্টা আর সবচেয়ে বেশি ২১ ঘণ্টা চার্জ থাকে এস ৭ অ্যাকটিভ ফোনে। দ্বিতীয় স্থানেও স্যামসাং। দামে কম হলেও গ্যালাক্সি জে থ্রি স্মার্টফোনে চার্জ থাকে ১৫ ঘণ্টা ৪০ মিনিট। তৃতীয় স্থানটি হুয়াওয়ের। মেট ৮ ফোনে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। এর ক্যামেরাও বেশ শক্তিশালী। এই ফোনের ব্যাটারি চলে টানা সাড়ে ১৫ ঘণ্টা। ওয়ান প্লাস থ্রি ফোন আছে চতুর্থ স্থানে। দামের দিক থেকে মাঝারি অবস্থানের এই সেটে আছে শক্তিশালী প্রসেসর। তারপরও এর ব্যাটারির চার্জ থাকে ১৪ ঘণ্টা ১৭ মিনিট। ১৪ ঘণ্টা টানা চলার ক্ষমতা নিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে শাওমি মি-৫ স্মার্টফোন। দুটি সিমকার্ড ব্যবহার করা যায় এতে।সিনেট

১. এস ৭ অ্যাকটিভ ২১:০০ ঘণ্টা
২. গ্যালাক্সি জে থ্রি ১৫:৪০ ঘণ্টা
৩. হুয়াওয়ে মেট ৮ ১৫:৩০ ঘণ্টা
৪. ওয়ান প্লাস থ্রি ১৪:১৭ ঘণ্টা
৫. শাওমি মি-৫ ১৪:০০ ঘণ্টা



মন্তব্য চালু নেই