ব্যাঙের পেটে সাপ!

এতোদিন আমরা জানতাম সাপে ব্যাঙ খায়। এমন দৃশ্য পুকুর, নদী-নালা, ডোবায় প্রায়ই দেখা যায়। কিন্তু বিষয়টি যদি উল্টো হয়, তাহলে অবাক না হয়ে পারা যায় না।
এমনই একটি ঘটনা ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলায়।
রোববার উপজেলার গণ্ডগোহালী গ্রামের দুলাল নামে এক ব্যক্তির ডোবাতে দেখা যায় এমন দৃশ্য।
ডোবার মধ্যে একটি ব্যাঙ আস্ত সাপ গিলে ফেলছে। এলাকাবাসী এমন দৃশ্য দেখে তো অবাক। অনেকেই বিরল দৃশ্যটি নিজের মোবাইলে ক্যামেরাবন্দী করেন।



মন্তব্য চালু নেই