ব্যাগ খুলতেই দুই নবজাতকের মৃতদেহ

মহাসড়কের পাশে পড়েছিল একটি ব্যাগ। পথচারীরা ব্যাগটি দেখতে পেয়ে চেইন খুলতেই হতবাক। ব্যাগের মধ্যে দুটি মেয়ে নবজাতকের মৃতদেহ।

সোমবার দুপুরে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশ থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চিকিৎসকদের ধারণা, গর্ভপাত করে কেউ শিশু দুটিকে ফেলে রেখে গেছে।

শরীয়তপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বিশ্বাস জানান, সোমবার দুপুরে কয়েকজন পথচারী সিভিল সার্জনের কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় চেইন আটকানো একটি ব্যাগ পড়ে থাকতে দেখে।

ব্যাগটি খুলে দুটি নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। চিকিৎসকদের ধারণা, শিশু দুটিকে অপ্রাপ্ত বয়সেই গর্ভপাত করে কেউ ফেলে রেখে গেছে। নবজাতক দুটি মেয়ে শিশু।



মন্তব্য চালু নেই