ব্যাংকের অর্থ চুরি : এফবিআই-সিআইডি বৈঠক আজ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে বৈঠক করবে তদন্তের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা সিআইডি। প্রয়োজনে সাবেক গভর্নর ড. আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিআইডি কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সরকারি ছুটির দিনে কেন্দ্রীয় ব্যাংকে তদন্তকাজ শেষে সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল আলম সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, প্রয়োজনে সাবেক গভর্নরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আর আমরা বেশ কিছু কম্পিউটার জব্দ করেছি। এগুলো পরীক্ষা নীরিক্ষা করে দেখা হচ্ছে।
সাইফুল আলম আরো বলেন, শুক্রবার (১৮ মার্চ) বিকেলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে আমরা বৈঠক করবো। এফবিআইয়ের দলটি কালই কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করবে।
মন্তব্য চালু নেই