ব্যস্ত রাস্তায় ক্যাপ্রিওকে চুমু খেয়ে আলোচিত কেলি!

নিউ ইয়র্ক সিটির ব্যস্ত রাস্তায় হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচিত মডেল কেলি রোহবাক!

জানা গেছে, সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় সিটি বাইক নিয়ে ঘুরছিলেন কেলি ও ডি ক্যাপ্রিও, কিন্তু হঠাৎই ক্যাপ্রিওকে জড়িয়ে ধরে চুমু খান মডেল কেলি। এই ছবি প্রকাশ হওয়ার পর শোবিজ জগতে ফের আলোচনায় উঠে আসে ডি ক্যাপ্রিওর নাম। প্রশ্ন উঠে, তাহলে কি পপস্টার রিহানার সাথে সম্পর্ক চুকিয়ে ক্যাপ্রিও নতুন প্রেমে মজেছেন মডেল কেলির!

এমন প্রশ্ন উঠা অবান্তরও নয়, রিহানার সাথে বোধয় ক্যাপ্রিওর সম্পর্কচ্ছেদ-ই হয়েছে। কারণ গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার করিম বেঞ্জামার সাথে একটি মদের বারে দেখা গেছে রিহানাকে।

উল্লেখ্য, ক’দিন আগে ফরাসি একটি ম্যাগাজিন কভার ছেপেছিলো যে, রিহানার গর্ভে লিওনার্দো ডিক্যাপ্রিওর সন্তান। এমন খবরের পর ক্ষুব্ধ হয়ে ওই ম্যাগাজিনটির বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সবকিছু মিলিয়ে বোঝায় যাচ্ছে, নতুন প্রেমেই মজেছেন ক্যাপ্রিও এবং রিহানা!



মন্তব্য চালু নেই