ব্যথা পেয়ে মাঠের বাইরে শাহাদাত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই একটি ধাক্কা খেল বাংলাদেশ। ঢাকা টেস্টে মাত্র ২ বল করেই হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন পেসার শাহাদাত হোসেন।

ইনজুরিতে পড়ে পেসার রুবেল হোসেন ঢাকা টেস্ট থেকে বাদ পড়েন। আর তার বদলেই ঢাকা টেস্টে একাদশে সুযোগ পান শাহাদাত। কিন্তু তিনিও বুঝি রুবেলের পথ ধরলেন!

বুধবার পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ওভারে বোলিং আক্রমণে আসেন শাহাদাত। ওভারের দ্বিতীয় বলে একটি চার মারেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। আর ওই বল করার সময়ই ডান পায়ের হাঁটুতে ব্যথা পান শাহাদাত।

দলের ফিজিও মাঠেই শাহাদাতকে কিছুটা চিকিৎসা দেন। তবে তাতে খুব একটা কাজ হয়নি। তাই মাঠের বাইরে চলে যান শাহাদাত। তবে তার ব্যথা গুরুতর কি না, তা এখনো জানা যায়নি। শাহাদাতের বদলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন আবুল হাসান।



মন্তব্য চালু নেই