ব্যক্তিগত রোবট

সময়টা প্রযুক্তির দখলে। নিত্য নতুন প্রযুক্তি পণ্য জীবন বদলে দিয়েছে। মানুষের নিত্যসহচর এখন প্রযুক্তি। এসবের মধ্যে আছে স্মার্ট ডিভাইস। এই ডিভাইসের মধ্যে অগ্রগণ্য হলো ড্রোন, রোবট, এবং ভিআর। বিশেষ করে ড্রোন এখন মানুষের সহচর হয়ে উঠেছে। এমন একটি ড্রোন তৈরি করেছে সেগাওয়ে।

এটি একটি প্রোটোটাইপ ড্রোন। এর নাম এখনো ঠিক হয়নি। এটি ব্যক্তিগত রোবট। নিত্যসঙ্গী হিসেবে রোবটটি মানুষের পাশে থাকবে।

এই রোবটটিতে মুখমন্ডলে ব্যবহার করা হয়েছে ইন্টেলের রিয়েল সেন্স ক্যামেরা। রোবটটি ক্যামেরার সাহায্যে চারপাশের দৃশ্যমান সব কিছু অবলোকন করতে পারে।

রোবটটি তার মালিকের নির্দেশনা মেনে কাজ করতে পারে। এটি যে কাউকে অনুসরণ করতে সক্ষম।

এছাড়াও রোবটটি টেলিকনফারেন্সিংয়ে অংশ নিতে পারে।

সেগাওয়ে জানিয়েছে, রোবটির এখনও অনেক উন্নয়ন বাকি আছে। এটিকে দিয়ে কথা বলানো যাবে। পাশাপাশি যেকোনো নির্দেশনা বাস্তবায়ন করানো যাবে রোবটটি দিয়ে।



মন্তব্য চালু নেই