বৌদ্ধবিহারে হামলার ২য় বার্ষিকীতে প্রতিবাদ সভায় থাকবেন খালেদা

কক্সবাজারের রামু ও উখিয়ায় সাম্প্রদায়িক হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফোরাম।

সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

সাম্প্রদায়িক হামলায় ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল রামু ও উখিয়ার বৌদ্ধ বসতি। বসত ঘরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় বৌদ্ধদের ধর্মশালাও। পুড়ে ছাই হয় কয়েক শ বছরের ইতিহাস-ঐতিহ্যের বাহক হিসাবে পরিচিত রামুর ১২টি বৌদ্ধবিহার ও মন্দির এবং ৩২টি বৌদ্ধ বসতি।

পরে সরকার ২০ কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর সহযোগিতায় এসব বিহার, মন্দির এবং বসতিগুলো পুণর্নির্মাণ করে।



মন্তব্য চালু নেই