বোলিং নয়,ছেলের মুখ দেখতে খেলা দেখেন মুস্তাফিজের মা

ক্রিকেট বিশ্ব যখন মুস্তাফিজের বোলিং কারিশমা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে। তখন কাটার মাষ্টারের মমতাময়ী মা তখন অপেক্ষা করে টিভির পর্দায় প্রিয় সন্তানের মুখটা দেখবেন।

মুস্তাফিজের মা মাহমুদা খাতুন জনান, বাড়ির ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের ছেলেটি হচ্ছে মুস্তাফিজ।অনেক দিন ধরে চোখের সামনে নেই সেই কলিজার টুকরা সন্তান।দেশির মাটিতে এশিয়া কাপ এরপর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঝখানে তিন দিনের জন্য গ্রামের বাড়িতে থাকলেও আবার আইপিএল খেলার জন্য মায়ের কোলছাড়া হয়েছে মুস্তাফিজ। বাড়ি ছেড়ে কখনোই মুস্তাফিজ এত দিন বাইরে থাকেননি।
মা ছেলের বোলিং যতটা না দেখেন, তার চেয়ে তাঁর চোখ বেশি জুড়ায় ছেলের মুখ দেখতে পেলে। ছেলেটা কি শুকিয়ে গেল! ঠিকমতো খায় তো? মুস্তাফিজের প্রতিটি বলের অলস সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। মাকে কতটা গর্বিত করে ভাবুন!

কিন্তু বিদুৎ সমস্যার কারনে নিয়মিত খেলা দেখতে পারে না মুস্তাফিজের পরিবার। মুস্তাফিজের মায়ের আকুতি; এই পরিবারের, এখানকার গ্রামবাসীর আবেদন বিদ্যুৎ সমস্যা যেন সমাধান হয়।



মন্তব্য চালু নেই