বোলিং তাণ্ডবে বিধ্বস্ত শ্রীলঙ্কা, গুটিয়ে গেল মাত্র ১১০ রানে
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2017/01/1483506619.gif)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে চরম ব্যর্থ শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। মঙ্গলবার কেপটাউনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম টেস্টের চেয়ে আরো বাজে ব্যাটিং করেছে লঙ্কানরা।
প্রথম ইনিংসে বিশাল স্কোরের পর দক্ষিণ-আফ্রিকার পেসার রাবাদা এবং ফিল্যান্ডের আগুনঝরা বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা পুড়ে ছাই।
মঙ্গলবার কেপটাউনে ৬ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের রেকর্ড গড়া ইনিংসে প্রায় চারশ রান করে স্বাগতিকরা। ১২৪ বলে ১১ চারে ১০১ রান করে আউট হন ডি কক। সেই সঙ্গে হাজারি ক্লাবে যোগ দেন তিনি এবং দলকে এনে দেন ৩৯২ রানের বড় সংগ্রহ।
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৭৯ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত ছিলেন লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ও কাগিসো রাবাদা ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন কেশব মহারাজ।
ফলোঅনে শ্রীলঙ্কাকে আর ব্যাটিংয়ে না পাঠিয়ে দক্ষিণ-আফ্রিকা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে যায়। দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে ৩৫ রান করে স্বাগতিকরা। এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ২০৬ রানের ব্যবধানে হেরেছে লঙ্কানরা।
মন্তব্য চালু নেই