বোলাররাই ম্যাচ জেতাতে পারবে : মাশরাফি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার জন্যে বোলারদের বাড়তি দায়িত্ব দিলেন মাশরাফি বিন মর্তুজা! অধিনায়কত্ব নেওয়ার পর মাশরাফি ব্যাটসম্যানদের অনেকটা চাপমুক্ত রেখেছেন। বোলারদের ওপর বাড়তি দায়িত্ব দিয়ে ব্যাটসম্যানদের স্বচ্ছন্দে খেলার সুযোগ তৈরি করে দিয়েছেন, যার ফলাফল পাচ্ছে বাংলাদেশ।

একই সঙ্গে স্পিনারদের ওপর থেকে চাপ কমিয়ে বেশি সংখ্যক পেসার সুযোগ দিয়ে আসছেন মাশরাফি। ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে চার পেসার খেলিয়ে অনেকটা চমক দেখিয়েছেন টাইগার দলপতি।

index3

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বোলারদের কাছ থেকেই একই পারফরম্যান্স আশা করছেন নড়াইল এক্সপ্রেস।

ভারতের বিপক্ষে মাশরাফি, রুবেল, তাসকিন, মুস্তাফিজ এ চার পেসার নামিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব, সোহাগ, জুবায়ের, আরাফাত সানীকে নামিয়ে ধাঁধা তৈরি করেও দিতে পারেন টাইগাররা। দলের কম্বিনেশন কেমন হবে, তা নিশ্চিত করে কিছুই বলেননি মাশরাফি।

টাইগার দলপতি বলেন, ‘ভারত কিন্তু ৩০৭ রান তাড়া করে অহরহ জিতে যাচ্ছে। যেকোনো দল কিন্তু তিনশ বা তার বেশি সহজেই করে ফেলছে। সেই জায়গা থেকে আমাদের বোলারা অসাধারণ বোলিং করেছে। আমি এখনো মনে করি, বোলাররা টি-টোয়েন্টিতে ম্যাচ জেতাতে পারে। ধরেন, কোনো দল ২০০ করে ফেললে আমাদের ব্যাটসম্যানদের জন্যে টার্গেটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি ১৫০-১৬০ এর ভেতর আটকে রাখতে পারি, তাহলে ব্যাটসম্যানদের সুযোগ থাকবে। এজনই বলছি বোলাররাই ম্যাচ জেতাতে পারে।’

index

পেসারদের নিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘শেষ দশ-পনের বছরে আমরা সব সময় স্পিনের ওপর নির্ভর করে আসছি। শেষ কয়েকটা সিরিজে সেটা পাল্টেছে! জিম্বাবুয়ে সিরিজে পেস বোলিংয়ে আমরা কিছুটা ইতিবাচক চিন্তা করেছি। সুফলটা এখন পাচ্ছি। শক্তি আমাদের স্পিনেই। কিন্তু এখন যারা পেসার আসছে তারা স্পিনারদের সঙ্গে সমানতালে ভালো করছে। তারাও এখন দলের জন্যে বিশাল অবদান রাখছে।’

বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের পারফরম্যান্সকেও মূল্যায়ন করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা ম্যাচের শুরুতেই খুব ভালো একটা ভিত গড়ে দিচ্ছে এবং বোলাররা অসাধারণ বোলিং করছে। আমি মনে করি আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো পারফর্ম করছে।’



মন্তব্য চালু নেই