বোরকায় দেখা মিলল খোলামেলা রাখির [ভিডিও]

খোলামেলা পোশাক, নিজের আবেদনময়ী উপস্থাপনা আর বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকা বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও লাইমলাইটে।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও তাকে আলোচনায় নিয়ে এসেছে।
ভিডিওতে বলিউডের ‘ড্রামা কুইন’ রাখিকে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়নি! বরং রাখির উপস্থিতি তার প্রেক্ষিতে বেশ অস্বাভাবিকই ছিল।
কারণ খোলামেলা পোশাকে নয়, বরং তাকে দেখা গেছে একদম মুসলিম নারীদের মতো বোরকা পরা অবস্থায়।
আর এ কারণেই বলিপাড়ায় কানাঘুষা- ‘খোলামেলা রাখি কিভাবে ও কেন এই পর্দা করলো?’

খোঁজ নিয়ে জানা গেছে উত্তরটাও। পারফর্ম করতে কাতার গিয়েছেন তিনি। মুসলিম রাষ্ট্র হওয়ায় সেখানে স্বল্পবসনা হতে পারছেন না। আর তাই বাধ্য হয়েই বোরকা পরে ঘুরে বেড়াচ্ছেন বেবি ডল সানি লিওনের প্রতিদ্বন্দ্বী এই অভিনেত্রী।
তবে ভক্তদের চিন্তা করতে নিষেধ করে রাখি জানিয়েছেন, খুব শিগগিরই ভারতে ফিরে আগের খোলামেলা রূপে ফিরবেন তিনি।
https://www.instagram.com/p/BKfdVVIAUWS/?taken-by=rakhisawant151

































মন্তব্য চালু নেই