বোতলের পানির মেয়াদ উত্তীর্ণ হয় কেন?

সকল প্যাকেটজাত করা খাবার পণ্যে পুষ্টির লেবেল থাকার পাশাপাশি মেয়াদ শেষ হবার তারিখ থাকে। কারণ এতে ভোক্তারা বুঝতে পারেন খাবারে কতটা পুষ্টি রয়েছে। এই তালিকায় প্লাস্টিকের বোতলে বিক্রিত পানিও রয়েছে।

যদিও পানি কখনও পচে না বা নষ্ট হয় না, তবুও এটা প্লাস্টিকের বোতলে বিক্রয় করা হলে এতে মেয়াদ উত্তীর্ণ হবার লেবেল থাকে। কারণ বোতলের মান তখন পানিকে প্রভাবিত করতে পারে এর ফলে পানিতে সমস্যা হতে পারে।

সরাসরি সূর্যালোকের অধীনে প্লাস্টিকের বোতল রাখবেন না। এতে প্লাস্টিকের বিস্ফেনল বা বিপিএ নির্গত হয়ে পানির সাথে মিশে যায়। এই পানি পান করলে স্তন ক্যান্সার, পুরুষদের মাঝে বন্ধ্যাত্ব, হৃদরোগ ও মস্তিষ্কের আবরণের ক্ষতি হতে পারে।

এই প্লাস্টিকের বোতল পুনর্ব্যাবহার কোন ভাল ধারণা হতে পারে না। কারণ এতে প্লাস্টিকের মান ভাল থাকে না। এর নির্গত গ্যাস এবং এমনকি ব্যাকটেরিয়া শোষণ করতে সক্ষম হবে। ১৫-২০ দিন পরপর এসকল বোতল ব্যবহার না করা উত্তম। আর সূর্যালোক থেকে দূরে রেখে আপনি বেশিদিন এই বোতল ব্যবহার করতে পারবেন।



মন্তব্য চালু নেই