‘বোঝে না সে বোঝে না’ মিমির ব্যক্তিগত এ্যালবামের কিছু ছবি ও ভিডিও
‘বোঝেনা সে বোঝেনা’ খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে সম্প্রতি ঝড় উঠেছে টলিউড পাড়ায়। কেন এই ঝড়? অবশেষে আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে মুখ খুললেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
মিমি নাকি বিয়ের পিড়িতে বসছেন, এ নিয়ে বাজারে উঠেছে নানা গুঞ্জন আর ঝড়। দীর্ঘদিন ধরেই রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের গুজব ভাসছে টালিগঞ্জের আকাশে বাতাসে। ‘বাঙালি বাবু ইংলিশ মেম’ ছবির শ্যুটিংয়ে নাকি নায়ক সোহমের চেয়ে পরিচালক রাজের সঙ্গেই বেশি রোমান্টিক ছিলেন মিমি। এমনকি ‘যোদ্ধা- দ্য ওয়ারিয়র’ ছবির শ্যুটিংয়ে প্রত্যক্ষদর্শীরা এমন সব কাহিনীর বর্ণনা করেছেন, যাতে প্রেমের খবরটা আর নিতান্ত গুজব থাকেনি। প্রেম নিয়ে লুকোচুরি করলেও রাজের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কের কথা অস্বীকার করেননি মিমি।
আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য নিম্নে মিমি সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হলো :
মিমি চক্রবর্তী
জন্ম : ১১ই ফেব্রুয়ারি, ১৯৮৩ (বয়স ৩০)
জলপাইগুড়ি, পশ্চিম বাংলা, ভারত
জাতীয়তা : ভারত
পেশা : চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী
পিতা-মাতা : তাপসী চক্রবর্তী
মিমি চক্রবর্তী (ইংরেজি: Mimi Chakrabarty) বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। গানের ওপারে ধারাবাহিকের ‘পুপে’ চরিত্রের মাধ্যমে সবার চোখে আসেন।
ব্যক্তিজীবন :
১১ই ফেব্রুয়ারি, ১৯৮৩ উত্তর বাংলার জলপাইগুড়িতে জন্মগ্রহন করেন মিমি। তিনি অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় তার শৈশব কাটান। তবে পরে তিনি জলপাইগুড়িতে ফিরে আসেন। তিনি বিন্নাগুড়ির সেন্ট জেমস্ স্কুল-এ শিক্ষালাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত আশুতোষ কলেজ-এ ইংরেজিতে গ্রাজ্যুয়েট হন। তাঁর একটি পোষ্য কুকুর আছে, যার নাম “চিকু”। একে নিয়েই তিনি থাকেন।
কর্মজীবন
মিমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস্ ইন্ডিয়াতে অংশগ্রহন করেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবিতে, যদিও সে এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করে। তার ২য় আবির্ভাব গানের ওপারে ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের ওপারের চিত্রনাট্য লেখে বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধারাবাহিক নির্মিত হয়। এই ধারাবাহিকে আরো অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন।
৭ই ডিসেম্বর, ২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু।
ধারাবাহিক
গানের ওপারে মূলত দুই শিল্পীঃ বোহেমিয়ান গোরা ও পুপের রবীন্দ্রনাথের গানের প্রতি ভালবাসা ও নানা বিষয় নিয়ে তৈরি হয়। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের প্রোডাকশনস্ হাউজ আইডিয়াস ক্রিয়েশনস্ -এর প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিক প্রচারিত হয় স্টার জলসা্য়। এই কাজে পশ্চিম বাংলার চলচ্চিত্র শিল্পের অনেকেই যুক্ত ছিলেন।
মিমি ‘পুপে’ চরিত্রে অভিনয় করেন। এ ধারাবাহিকে তাকে বিভিন্ন রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। বিভিন্ন স্থানে তার অভিনয় সত্যিই চমৎকার ছিল এবং সকলের প্রশংসাও অর্জন করে।
চলচ্চিত্র
বাপি বাড়ি যা চলচ্চিত্রে মিমি ‘দোলা’ চরিত্রে অভিনয় করেন। আইডিয়াস ক্রিয়েশনস্ – ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্ এর প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র মিমির বিপরীতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী-এর ছেলে অর্জুন চক্রবর্তী। অর্জুন এই চলচ্চিত্রের মুখ্য অভিনেতা (বাপি) ছিলেন। অর্জুন গানের ওপারেতেও অভিনয় করেছিলেন।
প্রথম সিনেমা ‘বাপি বাড়ি যা’ তে তার সাহসী ও খোলামেলা অভিনয় তাকে চিনিয়ে দেয় সবাইকে
https://www.youtube.com/watch?v=f0Q9Y-K6IeE&feature=player_detailpage
বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্র দুটি ভিন্ন জীবনের গল্পকে এক করে করা হয়েছে। এই ছবিতে মিমি ছাড়াও আরো অভিনয় করেছেনঃ সোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, পায়েল সরকার। মিমির বিপরীতে সোহম চক্রবর্তী অভিনয় করেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই ছবি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। ডিসেম্বর, ২০১২ সালে এই ছবি মুক্তি পায়। এই ছবি অত্যন্ত বিখ্যাত হয়।
আগস্ট, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে নির্মিত ও রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রলয়। এই ছবিতে আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায়। সত্যি কাহিনীর ওপর নির্মিত এ চলচ্চিত্র প্রশংসিত ও বিখ্যাত হয়।
এরপরে ২০১৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাঙালী বাবু ইংলিশ মেম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। রবি কিনাগীর পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সোহম চক্রবর্তী। এটি বক্স অফিসে তেমন আলোড়ন সৃষ্টি করতে না পারলেও খ্যাতি পায়।
২০১৪ সালের ৪ঠা জুলাই আবারও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় ও সোহম চক্রবর্তীর বিপরীতে গল্প হলেও সত্যি চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বিরসা দাশগুপ্ত।
আরও আসছে রাজ চক্রবর্তী পরিচালিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত মাগাধীরার পুনঃনির্মাণ যোদ্ধা-দ্য ওয়ারিয়র চলচ্চিত্রটি। এতে তিনি প্রথমবারের মত অভিনয় করবেন দেবের বিপরীতে।
টেলিভিশনের কাজ
আকাশ বাংলা টিভিতে চ্যাম্পিয়ন
স্টার জলসা চ্যানেলে গানের ওপারে (২০১০-১১)
অভিনীত চলচ্চিত্র
পুরস্কার :
টেলিসম্মান অ্যাওয়ার্ড, ২০১১-টেলিকণ্যা।
বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড, ২০১১-রাইজিং স্টার (নারী)।
https://www.youtube.com/watch?v=upfzdvb79Zs&feature=player_detailpage
মিমির কিছু এক্সক্লুসিভ ছবি
মন্তব্য চালু নেই