বৈশাখে ছেলেদের সাজসজ্জা ।

পহেলা বৈশাখে কি শুধু মেয়েরাই সাজবে? না, ছেলেদের একটু সাজুগুজু করা দরকার। কিন্তু মুশকিল হলো ছেলেদের সাজুগুজুর সুযোগ খুব কম। যেটুকু সাজার তা ওই পোশাকের মধ্যেই সীমাবদ্ধ। তাই পোশাকেই যেন বৈশাখের আবহ প্রকাশ পায় সে দিকে খেয়াল রাখতে হবে।

পহেলা বৈশাখে ছেলেরা সাধারণত পাঞ্জাবি, পাজামা, ফতুয়া, কুর্তা, টি-শার্ট, ধুতি, ব্যাপারি শার্ট বা কুর্তা পরেন।

আর এসব পোশাকে লাল-সাদা রঙের প্রাধান্য থাকে।

তবে পোশাক নিয়ে ছেলেদের খুব বেশি চিন্তা করার দরকার নেই। বিভিন্ন ফ্যাশন হাউস বৈশাখ উপলক্ষে পোশাক তৈরি করে থাকে। সেখান থেকে নিজের রুচি অনুযায়ী পোশাক কিনে নিলেই হলো। তবে যারা সঙ্গীকে নিয়ে ঘুরতে বের হবেন, তাদের খেয়াল রাখতে হবে, সঙ্গীর পোশাকের সঙ্গে যেন তা মানানসই হয়।

বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরণের লোকজ নকশা দিয়ে  তৈরি করা হয়েছে ফতুয়া, পাঞ্জাবি, শার্ট ও পাঞ্জাবিতে। সুতি, অ্যান্ডি সুতি, ভয়েল, জয় সিল্কসহ বিভিন্ন কাপড়ে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি করে ফতুয়া করা হয়েছে। ইচ্ছা আর রুচিমাফিক কিনে নেয়া যেতে পারে। সময় বেশি নেই। না কিনলে এখনই কিনে নিন।



মন্তব্য চালু নেই