বৈদ্যুতিক তারের জঞ্জাল পরিষ্কারে ড্রোন
বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা জঞ্জাল সরাতে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে।
সম্প্রতি এক চাইনিজ প্রতিষ্ঠান ড্রোন থেকে অগ্নিশিখা নিক্ষেপ করে তারের জঞ্জাল পরিষ্কারের চেষ্টা করে।
সংশ্লিষ্টদের মতে এটা হাজার ভোল্টের বৈদ্যুতিক তার পরিষ্কারের সবচেয়ে নিরাপদ কৌশল।
চীনা এক প্রকৌশল কোম্পানি সম্প্রতি এই ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে।
এ পরীক্ষার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন থেকে আগুনের শিখা বের হয়ে তারে জড়িয়ে থাকা ঘুড়ি, বেলুন বা অন্য জঞ্জাল পুড়িয়ে দিচ্ছে। ড্রোনের ব্যবহারে তারের এমন অংশ থেকে এসব জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে যেখানে পৌঁছানো দায়।
স্থানীয় জিয়াংইয়াং রেডিও জানায়, ড্রোনের মাধ্যমে জঞ্জাল পরিষ্কারের পুরো প্রক্রিয়া ১০-১৫ মিনিটেই শেষ হয়ে যায়।
সংশ্লিষ্টরা বলছেন, ড্রোনের মাধ্যমে হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের জঞ্জাল সহজেই পরিষ্কারের পাশাপাশি জীবন হারানোর শংকা থেকেও রেহাই মিলবে।
বর্তমানে দেশটির সিচুয়ান, আনশুন এবং হ্যাংজো প্রদেশের বিভিন্ন পাওয়ার কোম্পানিগুলো এই ড্রোনের মাধ্যমে তাদের বৈদ্যুতিক তারের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে।
মন্তব্য চালু নেই