বেসামাল পোশাকে নাজেহাল রিহানা

না নতুন কিছু নয়। এবারই সেই একই কারণে পেজ থ্রি-তে উঠে এসেছে পপস্টার রিহানা। ঠিক ধরেছেন, পোশাক বিভ্রাটে আবার রিহানা। সম্প্রতি এক পার্টিতে পোশাক নিয়ে অস্বস্থিজনক পরিস্থিতির শিকার হলেন পপস্টার।

এইদিন পার্টিতে কালো সাটিন বটমের ওপর একটি টপ পরেছিলেন রিহানা। নাচ, গান, খাবার, আমোদে জমে উঠেছিল রাত্রি। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই তাঁর টপ কাঁধ থেকে সরে যায়। এরপর পোশাক সামলাতে তাঁকে হিমশিম খেতে হয়।

তবে খোলামেলা পোশাক বা শরীর প্রদর্শন অবশ্য রিহানার কাছে বড় কোনও ব্যাপার নয়। এর আগেও বহুবার পোশাক বিতর্কে নাক জড়িয়েছে রিহানার। কিছুদিন আগে ইটালির এক রেস্তরাঁয় ডিনারে গিয়েছিলেন তিনি। পরনে উঠস ঢিলেঢালা লং কোট। উধাও অন্তর্বাস, তাও আবার খোলা বুকের বোতামও, যে দিয়ে উঁকি মারছিল রিহানার বুকের কাছে আঁকা নতুন ট্যাটুটি।

তবে সাদা চামড়ার নায়িকাদের পেছনে ফেলে এই বছর ‘ডাওর’-এর প্রথম বাদামী চামড়ার মুখ রিহানা।



মন্তব্য চালু নেই