বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদলে কমিশন

বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদলে আলাদা কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এর নাম হলো বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনইএসসি)। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ও যোগ্যদের নিয়োগ দিতেই আলাদা কমিশন গঠনের প্রক্রিয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, ‘এনটিআরটিএ বিলুপ্ত করে আমরা মাস খানেকের মধ্যেই চেষ্টা করব এনইএসসি গঠন করার। নিয়োগ পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে।’



মন্তব্য চালু নেই