বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, দুই ধরনের কেন্দ্র রয়েছে। একটি একককেন্দ্র, অন্যটি যৌথকেন্দ্র। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১টি একককেন্দ্র রয়েছে। এরমধ্যে ১৮৩টি সাধারণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ নয়। আর ১৫৬৮টি যৌথকেন্দ্রের মধ্যে ১১৯৮টিই ঝুঁকিপূর্ণ। মোট ১৭৯৯টি কেন্দ্রের মধ্যে ১৪২৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শনিবার দুপুরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মহানগরে নিচ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়ে বলবত থাকবে। র্যা ব, পুলিশ, বিজিবি ও আনসারের সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, ঢাকা শহরে বিজিবির ৭০ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। এর সঙ্গে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে নয়জন ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ সিটি নির্বাচনে ১৪ জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পুলিশ নিরাপত্তা দেবে। কেউ আইন ভঙ্গ করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব ও পুলিশের সঙ্গে আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।



মন্তব্য চালু নেই