বেলাশেষের রিমেকে অভিনয় করবেন অমিতাভ বচ্চন!
সাড়া জাগানো বাংলা ভাষার ছবি ‘বেলাশেষে’ মুক্তি দেয়া হয়েছিলো গত বছরের মে মাসে। ছবিটির ব্যাতিক্রমী গল্প ও নান্দনিক নির্মাণ সাড়া ফেলে দর্শকের মাঝে। এবং দুই বাংলার দর্শকরাই বেশ সাদরে গ্রহণ করেছেন ছবিটিকে।
এবার সে ছবির হিন্দী ভার্সন তৈরি করতে যাচ্ছে বলিউড। জানা গেছে, বলিউডের একটি প্রোডাকশন হাউজ কিনে নিয়েছে ছবিটি রিমেকের কপিরাইট। তবে হিন্দী ভাষায় নির্মিত হলেও পরিচালকের ভূমিকায় আছেন শিবু প্রসাধ মুখার্জী ও নন্দিতা রায়ই। আর ছবিটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের করা চরিত্রটিতে অভিনয়ের জন্যে প্রস্তাব করা হয়েছে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। বিগ বি নিজেও আগ্রহ প্রকাশ করেছেন। তবে পাকাপাকিভাবে এখনো জানাননি কিছু।
ধারনা করা হচ্ছে বিগ বি’র সবুজ সংকেত মিললেই শুরু হয়ে যাবে বেলাশেষে হিন্দী ভার্সন ছবির শুটিং।
প্রসঙ্গত, মূল বাংলা ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বতীলেখা সেনগুপ্ত। এছাড়াও আরো অভিনয় করেন ঋতুপর্ণা সেন, মৌনামি ঘোষ, খরাজ মূখার্জীসহ আরো অনেকে।
মন্তব্য চালু নেই