বেলাল খানের সুরে জান্নাত পুষ্প

গত বছরের শুরুতে ইমরানের সুর ও সঙ্গীতে প্রকাশ পায় জান্নাত পুষ্পের ‘যদি মেঘে চাঁদ ঢাকে’ গানটির মিউজিক ভিডিও। গানটি লিখেছিলেন ওমর ফারুক। অল্প কয়েক দিনেই সব শ্রেনীর র্দশক এবং শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। জান্নাত পুষ্পের জনপ্রিয় এই গানটিতে তার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন ইমরান। গানটি তার ২য় একক অ্যালবাম ‘জান্নাত’এ রাখা হয়েছিলে।

এরই ধারাবাহিকতায় প্রায় ছয় মাস পর অনেক ভেবে চিন্তে জান্নাত পুষ্প তার শ্রোতাদের উপহার দিচ্ছেন নতুন আরও একটি মিউজিক ভিডিও। ‘কিছুটা রঙ’ শিরোনামের এই নতুন মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর শেহজান। সোমেশ্বর অলি’র কথা ও বেলাল খানের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জে.কে।

গানটি প্রসঙ্গে জান্নাত পুষ্প বলেন, ‘আমি মে ফ্লাওয়ার প্রোডাকশনের পরিচালক তানভীর শেহজাদ এর সাথে অনেক দিন সময় নিয়ে আলোচনা করে গানটির ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেই । ‘যদি মেঘে’র পর দর্শক-শ্রোতাদেও জন্য এই গানটি উপহার দিতে যাচ্ছি । আর এই গানের মাধ্যমে শ্রোতা-দর্শকরা আমাকে নতুন ভাবে দেখতে পাবেন। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।‘



মন্তব্য চালু নেই