বের হলো অত্যাধুনিক প্রযুক্তির ওয়্যারলেস মাউস

তারহীন মাউসের চেয়ে সাধারণত তারযুক্ত মাউসগুলো শক্তিশালী হয়। চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক এবার তারহীন নতুন একটি মাউস আনলো যা তারযুক্ত মাউসের চেয়েও শক্তিশালী। মাউসটির মডেল জি৯০০।

তিন বছরের বেশি সময় ধরে এ মডেলটি নিয়ে প্রতিষ্ঠানটি গবেষণা করে । নতুন এ ওয়্যারলেস মাউসটিতে ব্যবহৃত গেমারদের মন জয় করেছে । জি৯০০ মাউস অন্যান্য সাধারণ মাউসের চেয়ে অনেক দ্রুত কাজ সমাধান করতে পারে। এতে ২.৪ গিগাহার্জের ওয়াই-ফাই সিগন্যাল ব্যবহার করা হয়েছে। মাউসটির উপরের অংশে আছে রঙ পরিবর্তনকারী লোগো। গেমারদের সুবিধার জন্য এতে বেশ কয়েকটি অতিরিক্ত বোতাম ব্যবহার করা হয়েছে। মাউসটির ওজন মাত্র ১০৭ গ্রাম।

জি৯০০ মাউসে আছে রিচার্জেবল ব্যাটারি যা একবার চার্জ দিয়ে ২৪ ঘণ্টা টানা ব্যবহার করা যায়। আর যদি এর এলইডি লাইটটি বন্ধ রাখা হয় তাহলে ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। মাউসটিকে চার্জ দেয়ার জন্য মাউসের সঙ্গেই একটি ইউএসবি চার্জার এবং ডোঙ্গল দেয়া হয়েছে।

এপ্রিলে মাউসটি সাধারণ মার্কেটে পাওয়া যাবে। মাউসটির মূল্য ১৫০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১২ হাজার টাকা।



মন্তব্য চালু নেই