বেরোবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি : শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গোয়েন্দা সংস্থার সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পেশাজীবী সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনে গণিত বিভাগের গ্যালারি রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাকিবুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, রংপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলী আশরাফ, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, ব্রুডা সংঘঠক রক্তিম মিলন, বেরোবিসাসের সহ-সভাপতি তপন কুমার রায়, যুগ্ম সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল, দপ্তর সম্পাদক নূর ইসলাম সংগ্রাম প্রমূখ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, এসএ টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান রেজাউল ইসলাম বাবু, দৈনিক রংপুর চিত্রের স্টাফ রিপোর্টার ও বণিক বার্তার রংপুর ব্যুরো প্রধান এস এম পিয়াল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর জেলার সদস্য সচিব জিতু কবীর, বেরোবিসাসের প্রচার সম্পাদক এইচ এম নুর আলম, কোষাধ্যক্ষ ওমর ফারুক, সদস্য শাফিউল ইসলাম সৈকত, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সালমান বিন হাফিজ, আবুবকর সিদ্দিক প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো: রকিবউদ্দিন হাসান।
মন্তব্য চালু নেই